BSB Job Circular 2025-বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে চাকরি

BSB Job Circular 2025 অর্থাৎ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজস্ব খাতে নিয়োগশূন্য পদের বীপরিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো সব ১৬ এবং ১৮ গ্রেডের । নিয়োগ প্রক্রিয়াটিতে নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। তবে পরবর্তীতে তা স্থায়ী হয়ে যাবে নিয়ম অনুযায়ী । বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। নিচে আবেদনের সমস্ত প্রক্রিয়া দেয়া আছে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ এর পদের নাম ও শূন্যপদঃ
১। পদের নামঃ এক্সপার্ট বিয়ারার
গ্রেডঃ ১৮
পদসংখাঃ ১৭ টি
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/- টাকা।
চাকরির ধরনঃ সরকারি
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হবে জীব বিজ্ঞান বা কৃষিবিজ্ঞান সহ এইচ এস সি পাশ।
২। পদের নামঃ এক্সপার্ট প্লান্টার
গ্রেডঃ ১৮
পদসংখাঃ ২৬ টি
চাকরির ধরনঃ সরকারি
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হবে জীব বিজ্ঞান বা বিজ্ঞানবিভাগে সহ এইচ এস সি পাশ।
৩। পদের নামঃ গাড়িচালক
গ্রেডঃ ১৬
পদসংখাঃ ৭ টি
চাকরির ধরনঃ সরকারি
বেতন স্কেলঃ ৯০৩০০-২২৪৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচ এস সি পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা ।
BSB Job Circular 2025-রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ এর সাধারণ শর্তাবলী:
বয়সসীমা:
- ০১/০৪/২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
পরীক্ষার প্রক্রিয়া:
- ড্রাইভার পদের জন্য লিখিত ও ব্যাবহারিক।
- অন্য দুইটি পদের জন্য লিখিত ও মৌখিক পরিক্ষা
BSB Job Circular 2025 এ আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধমে আবেদন করা যাবে। আবেদনের লিংকঃ http://bsdb.teletalk.com.bd তে গিয়ে সমস্থ তথ্য দিয়ে আবেদন ফর্ম পুরন করতে হবে।
আবেদন ফিঃ ১০০ টাকা ও ৫০ টাকা।
ফি জমা দেয়ার প্রক্রিয়াঃ মোবাইল
আবেদন শুরুঃ ১০/০৪/২০২৫
শেষ সময়ঃ ০৪/০৫/২০২৫
চাকরির ধরনঃ সরকারি ও স্থায়ী
চাকরির লোকেশনঃ রাজশাহী।
আমাদের https://cetutorial.com সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি পাবেন সবার আগে। তাই আমাদের ফেসবুক পেইজ CE Tutorial ফলো দিয়ে রাখুন সকল আপডেট পেতে। আবেদন সংক্রান্ত যে কোন সমস্যা হলেও আমাদের জানাতে পারেন । আমাদের টিম আপনাকে সাহায্য করবে । এছাড়াও আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেটিও ফলো দিয়ে রাখুন।