Al-Arafah Islami Bank Job Circular 2025 – অনুযায়ী প্রতিষ্ঠানটি নতুন করে কিছু সংখক জনবল নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা সার্কুলার দেখে নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। নিয়োগ সার্কুলারটি বিডিজবস ডট কম এবং www.aibl.com.bd এর অফিসিয়াল সাইটে প্রকাশ করা আছে। আবেদনের জন্য যোগ্য হতে হলে প্রার্থীরা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আমাদের এই পোস্টের মাধ্যমে আবেদনের তারিখ, আবেদন পদ্ধতি, পরীক্ষার নিয়ম, পরীক্ষা পদ্ধতি, ফলাফল প্রকাশের নিয়ম এই সকল বিষয় জানাবো।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডঃ
এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক যা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। সুদমুক্ত লেনদেন, নৈতিক বিনিয়োগ ও সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি মৌলিক পন্থা অনুসরন করে আসছে ব্যাংকটি যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। ব্যাংকটির সেবাসমুহের মধ্যে রয়েছে রিটেল ব্যাংকিং, কর্পোরেট বাংকিং, ইনভেস্টমেন্ট, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদি। বর্তমানে এর ১২০ টির ও অধিক শাখা রয়েছে যার সদর দপ্তর ঢা্কায় অবস্থিত। ব্যাংকটি সম্পর্কে আরও জানতে হলে www.al-arafahbank.com এ ভিজিট করুন।
Al-Arafah Islami Bank Job Circular 2025ঃ
সার্কুলার প্রকাশকঃ Al-Arafah Islami Bank
পদের নামঃ সফটওয়্যার ডেভেলপার (অফিসার-এফএভিপি)
প্রার্থীর ধরনঃ নারী এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
পদ সংখাঃ উল্লেখ করা হয় নাই।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধাঃ বাংলাদেশ ব্যাংক এর নিয়ম অনুযায়ী।
ডেডলাইনঃ ১৯ এপ্রিল, ২০২৫
আবেদন পদ্ধতিঃ অনলাইন।
চাকরির লোকেশনঃ পোস্ট অনুযায়ী।
আবেদনের লিংকঃ এখানে ক্লিক করুন।
আবেদনের পূর্বে অবশ্যই সম্পূর্ণ সার্কুলার পড়ে দেখুন । প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঙ্গিনিয়ারিং বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই কম পক্ষে ২ বছর এর অভিজ্ঞ হতে হবে। তবে সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার পাবে।
সাধারন নির্দেশিকাঃ
আগ্রহীরা ভিডিও সিভি সহ আবেদন করতে পারবে। চাকরির ক্ষেত্রে কোন প্রকার টিএ-ডিএ প্রদান করা হবে না। কোন প্রকার ভুল তথ্য উপস্থাপন করলে সেই প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। ডেডলাইন অতিবাহিত হবার পর কোন ক্রমেই আবেদন করা যাবে না। অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সহ সকল প্রকার কাগজ পত্রের মূল কপি ভাইভা দেয়ার সময় দেখাতে হবে। সার্কুলারটি পড়ার জন্য ধন্যবাদ। আমাদের সাইট CE Tutorial নিয়মিত ভিজিট করুন এই সকল প্রকার চাকরির আপডেট পেতে।