Bangladesh Commerce Bank Job Circular 2025

Bangladesh Commerce Bank Job Circular 2025- নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে নতুন করে দুইটি পদে লোক নিয়োগ হবে। এক্ষেত্রে বাংলাদেশি নাগরিকগনের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আপনারা যারা বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এ চাকরি করতে ইচ্ছুক, তার নিজেদের যোগ্যতার ভিত্তিতে এই সার্কুলার অনুযায়ী আবেদন করতে পারেন। সার্কুলার এর বিস্তারিত নিচে বর্ণনা করা আছে।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডঃ
এটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক যা মুলত ব্যবসায়িক ও বাণিজ্যিক লেনদেনে বিশেষায়িত। ব্যাংকটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও পূর্বে BCCI (Bank of Credit and Commerce International) এর একটি শাখা হিসাবে পরিচালিত হত। ব্যাংকটি বাংলাদেশের নীতিমালা অনুসরণ করে বর্তমানে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রখছে। ব্যাংকটির সেবা সমুহের মধ্যে রয়েছে
- রিটেল ব্যাংকিং
- কর্পোরেট ব্যাংকিং
- এসএমই ব্যাংকিং
- ডিজিটাল সেবা ইত্যাদি
বর্তমানে এর ৩০টিরও অধিক শাখা রয়েছে যার প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত। গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক সরাসরি নিয়ন্ত্রন করে থাকে। BCBL ব্যাংকটি মুলত বাণিজ্যিক হলেও এটি সাধারন গ্রাহকদেরও সেবা প্রদান করে থাকে। যেহেতু সরাসরি বাংলাদেশ ব্যাংক এটী নিয়ন্ত্রন করে থাকে তাই, সরকারি নীতিমালার প্রতিফলন দেখা যায় এর কার্যক্রম এ। আরও বিস্তারিত জানতে ব্যাংক এর অফিসিয়াল সাইট www.bcbl.com.bd ভিজিট করুন।
Bangladesh Commerce Bank Job Circular 2025ঃ
নিয়োগকর্তাঃ বাংলাদেশ কমার্স ব্যাংক
চাকরির ধরনঃ সরকারি
পদসংখাঃ উল্লেখ নয়।
জব লোকেশনঃ ঢাকা
চাকরির ধরনঃ ফুল টাইম
বয়সঃ সার্কুলার দেখুন।
বেতনঃ বাংলাদেশ ব্যাংক এর বেতন কাঠামো অনুযায়ী
ডেডলাইনঃ ১৫ এপ্রিল, ২০২৫।
মূল সার্কুলার এর লিংকঃ https://bcblbd.com/career
আবেদন প্রক্রিয়াঃ অফলাইন। সরাসরি সিভি দিয়ে আসতে হবে। বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল সার্কুলারটি দেখুন।
আপনার সার্কুলার অনুযায়ী যোগ্য হলে আবেদন করতে পারেন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এর পর বাছাই শেষ হলে ভাইভার জন্য ডাকা হবে বাংলাদেশ কমার্স ব্যাংক এর হেড অফিসে। অভিজ্ঞ প্রার্থীরাই অধিক যোগ্য বলে বিবেচিত হবেন।
CE Tutorial এর সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাইটে সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি পাবেন। এছাড়াও চাকরি সহয়ক বিভিন্ন প্রকার টিপস ও ইবুক পাবেন ফ্রিতে। তাই নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।