Breaking News :

nothing found
May 23, 2025

Bangladesh Krishi Bank Job Circular 2025-বাংলাদেশ কৃষি ব্যাংক

Bangladesh Krishi Bank Job Circular 2025

Bangladesh Krishi Bank Job Circular 2025 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগে বলা হয়েছে একটি পদের বিপরীতে মোট ২৭ জনকে নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাংক এর অফিশিয়াল পেইজ, জাতীয় দৈনিক এবং বাংলাদেশ ব্যাংক এর পোর্টাল এ প্রকাশিত হয়েছে। যোগ্যতার উপর ভিত্তি করে আপনিও আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য নিচে বর্ণনা করা আছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক সম্পর্কে কিছু কথাঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলার ভিতর একটি। যার মূল লক্ষ্য কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সহায়তা করা। গ্রামীণ শিল্প উন্নয়নে আর্থিক সহয়তা করা। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংক এর কার্যালয়টি বর্তমানে ঢাকার মতিঝিলে অবস্থিত । বাংকের মুখ্য সেবাসমূহের মধ্যে রয়েছে কৃষি ঋণ, সঞ্চয়ের হিসাব ও ফিক্সড ডিপোজিট, এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্র উদ্যোগতাগণের ভিতর ঋণ বিতরণ। বাংলাদেশ কৃষি ব্যাংক অর্ডিন্যান্স, ১৯৭৩ অনুযায়ী পরিচালিত হচ্ছে। দেশের কৃষি অর্থনীতির মেরুদণ্ড হিসাবে কাজ করে চলছে ব্যাংকটি ।

Bangladesh Krishi Bank Job Circular 2025

পদের নাম: ড্রাইভার।

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।

কারিগরি দক্ষতাঃ ড্রাইভিং এ দুই বছরের অভিজ্ঞতা।

অন্যান্যঃ বৈধ লাইসেন্সে।

বেতনঃ বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

গ্রেডঃ ১৬ তম।

আবেদন শুরুর সময়: ২৪ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা।

ডেডলাইন: ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা।

আবেদন প্রক্রিয়াঃ অনলাইন

এপ্লিকেশনের লিংকঃ https://bkb.teletalk.com.bd/

Bangladesh Krishi Bank Job Circular 2025

বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

প্রথমেই পুরাতন সালের প্রশ্নগুলার সমাধান করে নিতে হবে। এরপর সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, কম্পিউটার এবং কৃষি-সংক্রান্ত। তাছাড়াও কোন বিষয়ে প্রশ্ন আসবে তা সার্কুলারে দেয়া আছে। এপ্লিকেশন করা আগে সার্কুলার ভালভাব পড়ে নিতে হবে। যে কোন ধরনের প্রতারনা এড়াতে বাংলাদেশ কৃষি ব্যাংক এর অফিশিয়াল সাইট ফলো করুন।

CE Tutorial বাংলাদেশের জব পোর্টাল গুলার মধ্যে সেরা একটা  সাইট। যেকোন ধরণের জবের বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। আমদের Facebook পেইজ  CE Tutorial ফলো দিয়ে রাখুন নিয়মিত আপডেট পেতে। জব সার্কুলার এর পাশাপাশি আমরা নিয়মিত পরিীক্ষা প্রস্তুতি সম্পর্কেও গাইডলাইন প্রকাশ করে থাকি। কিছু পরীক্ষার সহায়ক বই ও পাবেন আমাদের এই পোর্টাল এ । এই সকল ফ্রি ই বুক আপনার পরিক্ষার জন্য সহয়ক হবে আশা করি।

Read Previous

LPAD Job Circular 2025-লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে নিয়োগ

Read Next

LRB Job Circular 2025-বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular