BCS Preliminary Preparation 2025

BCS Preliminary Preparation 2025 -নেবার জন্য এখনি প্রস্তুতি নিতে হবে। সামনে আসছে ৪৭ তম বিসিএস প্রিলি পরিক্ষা যা ২৭ জুন ২০২৫ সকাল ১০ টায় সাড়া দেশে অনুষ্ঠিত হবে। তাই নিজেকে প্রস্তুত করতে এখনি কাজে লেগে পরুন। প্রিলিতে পাশ করা এত সহজ না আবার কঠিন ও না। কিন্তু পাশ করার জন্য দরকার পরিকল্পনা মত প্রস্তুতি নেয়া। পরীক্ষায় পাশ করতে যে সকল বই লাগবে আর কিভাবে প্রিলি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে আজকের এই পোষ্টে আমরা আলোচনা করব।
BCS Preliminary Preparation 2025
২০২৫ এ যে প্রিলি পরিক্ষা অনুষ্ঠিত হবে তা হচ্ছে ৪৭ তম প্রিলি। এবারের প্রিলি পরীক্ষায় ১০টি বিষয় থেকে প্রশ্ন আসবে। কোন বিষয় থেকে কতটা প্রশ্ন আসবে অর্থাৎ পরীক্ষার মানবন্টন কি হবে তা নিচে বিস্তারিতভাবে বর্ণনা করা হবে।
- বাংলা ভাষা ও সাহিত্যঃ ৩৫ নম্বর
- ইংরেজি ভাষা ও সাহিত্যঃ পূর্ণমান ৩৫।
- বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০ নম্বর।
- আন্তর্জাতিক বিষয়াবলীঃ পূর্ণমান ২০।
- ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১০ নম্বর।
- সাধারন বিজ্ঞানঃ পূর্ণমান ১০।
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ পূর্ণমান ১৫।
- গাণিতিক যুক্তিঃ ১৫ নাম্বার।
- মানসিক দক্ষতাঃ পূর্ণমান ১৫।
- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ ১০ নাম্বার
পরীক্ষায় বসার আগে প্রতিটি বিষয়ে দক্ষতা অর্জন করুন। অনলাইনে এবং বিভিন্ন মডেল টেস্টের বই সংগ্রহ করে নিজেই পরিক্ষা দিয়ে নিজেকে নিজেই যাচাই করুন। যদি পরীক্ষার ফল আশানুরূপ না হয় তা হলে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে টিউশন নিতে পারেন। যাদের সাধারন জ্ঞান এ দুরবলতা আছে, তার নিয়মিত পত্রিকা পড়া শুরু করুন, এতে করে চলতি বিষয় সম্পর্কে অতিরিক্ত কোন প্রকার বই পড়া লাগবে না। আর প্রতি বিষয়ের জন্য নতুন কিছু বই সংগ্রহে রাখুন, তাতে অনেক উপকার হবে। মনে রাখতে হবে যে মাত্র ১/২ নাম্বারের জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী বাদ পরে যায়। আপনি যদি সেই দুর্ভাগ্যবান লোক না হতে চান, তাহলে নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন।
৪৭ তম বিসিএস এর তথ্যঃ
মোট পদঃ ৩ হাজার ৪৮৭ টি।
আবেদন শুরুঃ ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ।
আবেদনের ডেডলাইনঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ।
পরীক্ষার তারিখঃ ২৭ জুন ২০২৫ সকাল ১০ টা।
আরও বিস্তারিত জানতে বিপিএসসি এর সাইট ভিজিট করুন। ভিজিট করতে এখানে ক্লিক করুন।
CE Tutorial সাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। এই রকম আরও পরীক্ষার টিপস পেতে আমাদের সাইট ভিজিট করুন আর আমাদের ফেসবুক পেইজ এ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।