BMET Circular 2025-জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ

BMET Circular 2025- অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BPSC এর অফিসিয়াল সাইটে সার্কুলার এর বিস্তারিত পাওয়া যাবে। নিজের যোগ্যতার অনুযায়ী আপনিও আবেদন করতে পারেন। আবেদন সম্পর্কিত সমস্ত নির্দেশনা নিচে বর্ণনা করা আছে।
বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET):
এটি একটি সরকারি সংস্থা যা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনস্থ। বিদেশে কর্মরত বাংলাদেশি যে সকল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষায় কাজ করে সংস্থাটি। এছাড়াও দক্ষ জনশক্তি তৈরি ও প্রশিক্ষণ প্রদান, অভিবাসীদের আইনগত সুরক্ষায় কাজ করে এটি।
Bureau of Manpower Employment and Training-BMET এর প্রধান কার্যক্রমঃ
- নিয়োগ প্রক্রিয়া তদারকি
- প্রশিক্ষণ কার্যক্রম
- কর্মী নিবন্ধন ও সার্টিফিকেশন
- অভিবাসী কর্মীদের সুরক্ষা
- আন্তর্জাতিক সহযোগিতা
BMET এর চ্যালেঞ্জ ও অর্জনঃ
অসাধু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারিত কর্মীদের সহযোগিতা করা। BMET-এর মাধ্যমে প্রায় ১.৩ কোটির বেশি শ্রমিক বিদেশে গেছে এখন পর্যন্ত।
BMET Circular 2025 এর বিস্তারিতঃ
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে একজন ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা এবং একজন প্রোগ্রামার নিয়োগ প্রদান করা হবে। উভয় পদটিই ৬ গ্রেডের। এছাড়াও আবেদনের বয়স ৩৫ বছর পর্যন্ত। ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা পদে আবেদনের জন্য কম পক্ষের ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে এবং প্রগ্রামার পদে নিয়োগের জন্য ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের হবে। তাই সার্কুলারটি বিস্তারিত পড়ে তারপর আবেদন করুন। আবেদনের বয়সসীমা সারকুলারে উল্লেখিত তারিখ থেকে কোন ভাবেই ৩৫ এর বেশি হওয়া যাবে না।
সার্কুলার এর সারসংক্ষেপঃ
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।
আবেদনের লিংকঃ https://www.bpsc.gov.bd/
আবেদন ফিঃ সার্কুলার দেখুন।
অনলাইনে আবেদন শুরুঃ ৩০/০৪/২০২৫
ডেডলাইনঃ ২৯/০৫/২০২৫
এছাড়াও সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ করতে হলে সার্কুলার এ বর্ণিত সকল অভিজ্ঞতা সার্টিফিকেট এবং অন্যান্য কাগজ পত্র যথাসময়ে জমা দিতে হবে। যাবতীয় প্রক্রিয়ার বিস্তারিত নিচে দেয়া আছে। তাই ভালভাবে পড়ে তারপর আবেদন করতে হবে যেন কোন ভুল না হয়।
আমাদের সাইটে নিয়মিত বিভিন্ন ধরণের চাকরি প্রস্তুতি টিপস প্রকাশ করে থাকি। আপনি চাইলে সেগুলাও ফলো করতে পারেন এই পরীক্ষার জন্য। CE Tutorial সবার আগে সকল প্রকার চাকরি আপডেট প্রকাশ করে থাকে। তাই আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন।