BPSC Circular 2025-সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি
BPSC Circular 2025-সরকারি কর্ম কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৫ মার্চ ২০২৫ প্রকাশিত হয়। বিভিন্ন পদে মোট ৭৯ জনকে নিয়োগ দিবে সরকারি কর্ম কমিশন সচিবালায়। দক্ষ ও যোগ্য প্রার্থী বাছাই করার জন্য বাংলাদেশ কর্ম কমিশন (পরীক্ষা নিয়ন্ত্রক) বাংলাদেশি যোগ্য ব্যাক্তিদের নিকট হতে আবেদন আহ্বান করছে। আপনার যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী আপনিও আবেদন করতে পারেন।
সরকারি কর্ম কমিশন সম্পর্কে কিছু কথাঃ
Public Service Commission বা বিপিএসসি হল একটি স্বাধীন সংস্থা যার মূল কাজ হল সরকারি চাকরিতে নিয়োগের জন্য দক্ষ ও যোগ্য জনবল বাছাই করা। এটি রাষ্ট্রীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভুমিকা পালন করে। BPSC বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ ১৩৭-১৪১ অনুযায়ী ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর সপ্তর বর্তমানে ঢাকার আগারগায়ে অবস্থিত। কমিশনটি দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তবে আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে গেলে এর সংস্কার অতীব জরুরী।
BPSC Circular 2025-সরকারি কর্ম কমিশন এর সার্কুলারের বিস্তারিতঃ
মোট ১১টি পদে ৭৯ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আবেদনের বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা। তাই আবেদনের পূর্বে নিজের যোগ্যতা ভালভাবে দেখে নিবেন । আবেদন এর শুরু এবং ডেডলাইন সার্কুলার এ দেয়া আছে। যেহেতু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন, তাই ডেডলাইন মিস করার কোন সুযোগ নাই। এছাড়াও আবেদনের জন্য নির্দিষ্ট পরিমান আবেদন ফি জমা দিতে হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠানঃসরকারি কর্ম কমিশন সচিবালয়য়
আবেদন শুরুঃ ৩০/০৪/২০২৫, দুপুর ১২ টা
ডেডলাইনঃ ২৯/০৫/২০২৫, সন্ধ্যা ৬ টা
আবেদন প্রক্রিয়াঃ সম্পূর্ণ আনলাইন।
এপ্লিকেশন এর লিংকঃ http://bpsc.teletalk.com.bd/
সার্কুলার এর লিংকঃ এখানে ক্লিক করুন
বয়সঃ ১৮ থেকে ৩২ বছর
কোটাঃ নাই
জাতীয়তাঃ বাংলাদেশি
পরীক্ষা ফিঃ পদ অনুযায়ী, সার্কুলার এ দেয়া আছে
অভিজ্ঞতাঃ সার্কুলার দেখুন।
আমাদের সাইটি ভিজট করার জন্য আপনাকে ধন্যবাদ। যে কোন চাকরি বিষয়ক আপডেট সবার আগে পেতে আমাদের সাইটি ভিজিট করুন। আমাদের টিম আপডেট সকল ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে সবার আগে উপস্থাপন করে থাকে। CE Tutorial এর ফেসবুক পেইজ ও ফলো দিয় রাখতে পারেন। নিয়মিত সেখানে আমাদের পোস্টগুলা শেয়ার করে থাকি আমারা।