Breaking News :

nothing found
May 23, 2025

Marine Academy Job Circular 2025-বাংলাদেশ মেরিন একাডেমি

Marine Academy Job Circular 2025

Marine Academy Job Circular 2025- নতুন সার্কুলার প্রকাশ করেছে। BPSC এর অফিসিয়াল সাইটে । মোট ২১টি পদের বিপরীতে ১০৫ জনকে নিয়োগ দিবে অস্থায়ী ভিত্তিতে। সার্কুলার এর বিস্তারিত নিচে দেয়া আছে। যোগ্যতার ভিত্তিতে আপনিও আবেদন করতে পারেন। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হবে এবং সার্কুলারটি পড়ে তবেই আবেদন করবেন।

Bangladesh Marine Academy সম্পর্কে কিছু কথাঃ

বাংলাদেশের সমুদ্রপথে নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশ মেরিন একাডেমি উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি চট্রগ্রামের জুলদায় অবস্থিত। এটি সামুদ্রিক শিল্পের চাহিদা মেটাতে নেভিগেশন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ প্রোগ্রাম এর মধ্যে রয়েছে ১ বছর মেয়াদী বেসিক ট্রেনিং, প্রশিক্ষণ জাহাজ ব্যাবহারের অভিজ্ঞতা, International Maritime Organization (IMO) এর STCW কনভেনশন অনুযায়ী পাঠ্যক্রম। প্রতিষ্ঠানটিতে অধুনিক লাইব্রেরি, সিমুলেটর ল্যাব, খেলার মাঠ, প্রশিক্ষণ জাহাজ ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।

Marine Academy Job Circular 2025 এর বিস্তারিতঃ

বাংলাদেশ মেরিন একাডেমি (BMA) একাডেমিক, প্রশাসনিকন ও টেকনিক্যাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে মোট ২১টি পদের বিপরীতে উপরে উল্লেখিত ১০৫ জন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিবে। আবেদনকারী অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অবশ্যই অভিজ্ঞতার সার্টিফিকেট দেখাতে হবে।

সার্কুলার এর সারসংক্ষেপঃ

মোট পদঃ ১০৫ টি

আবেদনের বয়সঃ সার্কুলার অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন।

যোগ্যতাঃ সার্কুলার দেখুন।

বেতনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী, সার্কুলারে বিস্তারিত আছে।

জাতীয়তাঃ বাংলাদেশি।

আবেদন প্রক্রিয়াঃ অনলাইন।

আবেদন শুরুঃ ০৫/০৩/২০২৫ দুপুর ১২ টা

ডেডলাইনঃ ১০/০৪/২০২৫ বিকাল ৬টা

বাছাই পদ্ধতিঃ সার্কুলার এ বিস্তারিত দেয়া আছে ।

মূল সার্কুলার এর লিংকঃ https://www.bpsc.gov.bd/

আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd/

Marine Academy Job Circular 2025 Marine Academy Job Circular 2025 Marine Academy Job Circular 2025 Marine Academy Job Circular 2025

আবেদনের যাবতীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই করা হবে । কোন প্রকার অসত্য তথ্য প্রদান করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে এবং প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তাই অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।

আমাদের সাইট CE Tutorial  এই রকম আরও অনেক চাকরি বিজ্ঞপ্তি পাবেন। তাই নিয়মিত ভিজিট করে আপডেট থাকুন।এছাড়াও চাকরি সম্পর্কিত ইবুক ফ্রিতে পাবেন এই সাইটে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। আমাদের ফেসবুক পেইজ CE tutorial এ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।

Read Previous

BMET Circular 2025-জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ

Read Next

TICI Job circular 2025-ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular