Breaking News :

nothing found
April 19, 2025

Shimanto Bank Job Circular 2025 – সীমান্ত ব্যাংক লিমিটেড

Shimanto Bank Job Circular 2025

Shimanto Bank Job Circular 2025 – নতুন সার্কুলার প্রকাশ করেছে। নিয়োগ সার্কুলারটি বিডিজবস.কম এবং সীমান্ত ব্যাংক এর অফিসিয়াল সাইটে প্রকাশ হয়েছে। বাংলাদেশ নাগরিক যারা যোগ্যতা সম্পন্ন তারা সকলেই আবেদন করতে পারবে। আবেদনের জন্য সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখুন। সীমান্ত ব্যাংক এর অন্য সার্কুলারগুলাও আমাদের সাইটে পাবেন। বর্তমান সার্কুলার অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার/ম্যানেজার পদে অসংখ্য লোক নিয়োগ হবে। আর বিস্তারিত সার্কুলার এ দেয়া আছে।

সীমান্ত ব্যাংক লিমিটেড (Shimanto Bank Limited) সম্পর্কেঃ

ব্যাংকটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বর্তমানে সংস্থাটি সুনাম এবং সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা সিটি টাওয়ার, ঢাকাতে এর প্রধান কার্যালয় অবস্থিত। ব্যাংকটির সেবা সমুহের মধ্যে রয়েছে রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, লোন ও কার্ড সেবা ইত্যাদি। বর্তমানে ব্যাংকটি তার শাখা সম্প্রসারনের কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আর বিস্তারিত জানতে https://www.shimantobank.com এ ভিজিট করুন।

Shimanto Bank Job Circular 2025ঃ

সার্কুলার প্রকাশকঃ সীমান্ত ব্যাংক পিএলসি।

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার/ম্যানেজার।

পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।

যোগ্যতাঃ বিবিএ। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতাঃ ৪ থেকে ৮ বছর

বয়সঃ ৩৮ বছর

কর্মক্ষেত্রঃ অফিস

কাজের লোকেশনঃ  ঢাকা

চাকরির ধরনঃ ফুল টাইম।

চাকরির সুবিধাঃ সীমান ব্যাংক এর নিয়মাবলী অনুসরণ করেই হবে।

আবেদনের শেষ তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫। আবেদন কারীদের অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সীমান্ত ব্যাংক এর অফিসিয়াল সাইটঃ https://www.shimantobank.com/

আবেদনের লিংকঃ এখানে ক্লিক করুন।

Shimanto Bank Job Circular 2025

সীমান্ত ব্যাংক এর সার্কুলারগুলা ব্যাংক এর অফিসিয়াল সাইট, বাংলাদেশের প্রধান দৈনিক পত্রিকা এবং অনলাইন মিডিয়াগুলা প্রকাশ করে থাকে। তাই নিয়মিত খোজ রাখুন এই সকল সোর্সগুলাতে। এছাড়া আমাদের সাইট CE Tutorial সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই এই সাইটি নিয়মিত ভিজিট করতে পারেন যে কোন আপডেট পেতে। এছাড়াও চাকরির প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন ধরনের টিপস প্রকাশ করে থাকি যা আপনার চাকরি পরীক্ষায় কাজে লাগবে। কিছু সংখ্যক ইবুক ও পাবেন আমাদের সাইটে যা ফিতে ডাউনলোড করতে পারবেন। আমাদের টিম সব সময় আপনাদের পাশে থাকবে যে কোন সহযোগিতা করার জন্য। প্রয়োজনে সরাসরি মেসেজ করুন ফেসবুক পেইজ ।  আমাদের সাইট ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।

Read Previous

UCB Bank Job Circular 2025

Read Next

Al-Arafah Islami Bank Job Circular 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular